Tuesday, April 1, 2014

rishi026@gmail.com

তুমি কলঙ্কিনী
........... ঋষি

এও সম্ভব নাকি
সবাই বলে তুমি কলঙ্কিনী।
কিন্তু তোমার দরাজ হৃদয়ে দরজায় দাঁড়িয়ে
আমি দেখি একটা সুপ্ত সকাল।
দেখি ক্লান্ত কাজলমাখা দুটো চোখ
আর একটা শেষ না হওয়া দূরত্বের গন্তব্য।

পথ আছে পথিক একলা
পথিক আছে পথ অনন্ত।
কি বলি একে
কি ভাবে তোমার পথটাকে নিজের করি.

মাঝে মাঝে মনে হয় তোমার পোড়া দাগগুলো
আমি যদি নিজের করতে পারতাম।
তোমার শরীরের রক্তের ভিতর
যদি আমি থেকে যেতে পারতাম।
সবসময় তোমার কাছে ,তোমায় জড়িয়ে
তোমাকে  ভেজাতে পারতাম।

কি জানি সবাই বলে তুমি কলঙ্কিনী
আমি বলি এ কলঙ্ক সময়ের।
আর কলঙ্ক আমার জড়িয়ে যাওয়া হৃদয়ের
যে দুরে তুমি আমার সঙ্গিনী।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...