Saturday, April 19, 2014

RISHI026@GMAIL.COM

সিগারেটের ধোঁয়ায়
..........ঋষি

একটা এক্সরে বিম সোজা বুক চিরে
সিগারেটের ধোঁয়ায়।
কিছুক্ষণের স্তব্ধতা তোমায় ঘিরে
আমার ছোঁয়ায়।

রোজ দিন আসে রাত্রি যায়
বুক পোড়ে ,,, পুড়তে থাকে।
এক পেগ নেশা তোমার চোখে
শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়।

আমি জীর্ণ ছেঁড়া কাঁথা মুড়ি
স্বপ্ন দেখি নকশী কাঁথা।
আর তুমি বুকের কষ্টে রক্তপাত
তোমার  ছোঁয়ায়।

একরাশ ধোঁয়া ছাড়ি ,ঘোড়ায় চড়ি
পক্ষিরাজের সাথে আঁড়ি।
সিগারেটের ঠোঁটে চুমু
শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়।

শপিং মলে এদিক ওদিক
খুঁজতে থাকি মনের পাখি
সবটা ফাঁকি ছবি আঁকি
তোমার ছোঁয়ায়।

মনখারাপের মাথায় বাড়ি
একটা সিগারেট জ্বালিয়ে ধরি।
তোমায় পোড়ায় চোখে আগুন
শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়।

একটা এক্সরে বিম সোজা বুক চিরে
সিগারেটের ধোঁয়ায়।
কিছুক্ষণের ভালো থাকা আমায় ঘিরে
তোমার ছোঁয়ায়। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...