Friday, April 25, 2014

RISHI026@GMAIL.COM

প্রেমের প্রকৃতি
.......... ঋষি

ফুল সেতো ফুটে ছিল সেদিন
যেদিন একঝাঁক আকাশে তারা খসে পড়ল।
গোলকের বুকে নেমে এলো ইচ্ছার মতো
আমরা ইচ্ছা করেছিলাম সেদিন।
হাত হাত রেখে ,একসাথে থাকার ,জড়িয়ে থাকার
একদম চিরকালের সত্যের মতো।

আকাশ যেদিন আবার গর্ভবতী হলো
জন্ম নিলো  স্বপ্ন এক আকাশে চাঁদ আর সূর্য।
এক মায়ের জমজ রত্ন
তোমাকে জড়িয়ে সেদিন জন্মেছিল প্রেম।
দুটো হৃদয় হয়ে এক আকাশে
একটা আশ্রয়ের  প্রেমে।

যেদিন বৃষ্টির জলে ছুঁয়ে গেছিল তৃপ্তি
যেদিন অভিমানী মেঘের আলোর আশা।
সেদিন তুমি ছুঁয়ে ছিলে আমায়
তোমার একমাথা চুল যেন আলোর ঝরনা।
একটা মাতাল করা নেশা
এক শরীরে তুমি আমি।

তারপর আর দেরী হয়নি প্রেমের প্রকৃতিতে
ফুল ফুটতে  ,তোমায় মিস করতে।
শব্দ জুড়ে গোলকের আলোয় অভিমান
আর সেই অভিমানে তোমায় রাখতে।
তোমার কাছে থাকতে জড়িয়ে
আর তোমায় ভালোবাসতে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...