Friday, April 18, 2014

RISHI026@GMAIL.COM

জোকারের সাজ
............ ঋষি

নিজেকে সাজাবো বলে
দুহাতে মেখে নিয়েছি কালি এ মুখে।
আবার পথে হাঁটবো বলে
পায়ের তলায় ফুটিয়ে নিয়েছি পেরেক।
রোজকার দুঃখগুলো আর মাখবো না গায়ে
তাইতো শরীর জোড়া আমার জোকারের সাজ।
কাল,পরশু ,আজ ,,,,,,জোকারের সাজ।

জোকার বাইরে ,জোকার ভিতরে
সব জ্বলন্ত মুখ হাসি এ মুখে ও মুখে।
দুঃখগুলো লুকিয়ে রাখি
হাঁটতে থাকি ,হাঁটতে থাকি।
বোবা রক্ত পথের উপর
পিছন ফেরার দাগ রেখে যায়।
বাঁচতে থাকি বাঁচার জ্বালায়।

এমন পথ ,এমন জীবন ,এমন সময় ,এমন মরণ
কান্না চোখে হাসি বেরোয় ,হাসির সাথে রক্ত।
জীবন যখন জোকার সাজে ঈশ্বরের ভক্ত।
অনুভূতি সব মাটির তালে
লেপ্টে থাকা হাসি।
ঈশ্বর শুধু হাসতে থাকেন রক্ত মুখে বাসি
তবুও আমি হাসি আর হাসি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...