Saturday, April 26, 2014

RISHI026@GMAIL.COM

আমন্ত্রিত জীবিকা
,,,,,,,,,,,ঋষি

নিত্য এক রোগ লেগে আছে
অনিত্যের পথেঘাটে  নোঙরা আবর্জনা।
যদি সাফাইওয়ালা  হতাম বেশ ভালো হতো
সাফাই করতাম হৃদয়ের যন্ত্রণা।

পরে থাকা টুকরো কাঁচ সব
এক একটা শব অনিদ্রার  চুলকানি।
সবাই যদি সত্যি হয়ে যেতো
হতো না এই বিবেকের মানহানি।

বিশ্ব মাঝে প্রেম বিলিয়ে ফিরি
আমি কোনো এক প্রেমের ফেরিওয়ালা।
যীশুখ্রিস্টের মুট বয়ে চলা
দাঁড়িয়ে দেখা রক্তে হলি খেলা।

পারদ চেপে বাড়তে থাকা বারুদ
বারুদের খোল জীবন মৃত্যু তফাত।
খোলের ভিতর রগড়ে ওঠে খড়ি
চিতার খাটে শুয়ে পড়লে হঠাত।

আমরা সবার পাওয়ার ঘরে খুশি
হারিয়ে যাওয়া হারিয়ে ফেলার রোগ।
কিন্তু যখন জীবন কাঁদতে থাকে
ভিষণ একা সাজানো সম্ভোগ।

অনিদ্রার দোষ যদি হয় একা
কাঁদতে থাকা বালিশে বিপ্লব।
হাতপা ঝেড়ে উঠলো শিরদাঁড়া
সবার শুধু ভালো থাকার লোভ।

আবার আমি সকাল নজল কাড়ি
সাফাইওয়ালার নোঙরা ঘাটা স্বভাব।
জীবন যদি ফুল রঙা চোখ রাখে
কষ্ট ছাড়া সুখের বড় অভাব।
  

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...