Sunday, April 6, 2014

RISHI026@GMAIL.COM

ভালো থাকা হলো না
........... ঋষি

কতদিন হলো জানি না
আকাশ ভরা সূর্য ,তারা
আর আমার কপালে সিগারেট পোড়া।
ঘুম ভেঙ্গে দেখি একলা সকাল
আর তারারা উধাও।
শুধু আলো আর আলো
আর অন্ধকার উধাও।

উত্তরটা খুঁজছি বহুদিন,,,,,, কতদিন
আকাশ ভরা সূর্য ,তারা।
জীবন আর বৃষ্টি ধারা
তফাৎ খুঁজছি,,,,,,,,, কেন এমন ?
কেন এমন মহান বিশ্ব
কোথায় আগুন ,কিসের পোড়া
ঘরের কোনে রক্তধারা।

ধুর ধুর ধুর ,ওরে তোরা বাইরে আয়
এই পৃথিবীটা দেখ ম্যাজিকের মত।
দেখ জোকারের হাসি কান্না
জিতে যাওয়ার কত বাহানা।
হয় না সত্যি হয় না
আকাশ ভরা সূর্য ,তারা
জানি না কতদিন ভালো থাকা হলো না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...