Friday, April 11, 2014

rishi026@gmail.com

একটু বাঁচা
........ ঋষি

টুকরো টুকরো হয়ে তুমি নেমে আসো
এই বুকে  .....বুক জোড়া নদী।
শিরা উপশিরা বেয়ে তুমি চলে যাও
হৃদয় গহ্বরে ,,,, যেখানে শীতলতা
যেখানে একটা শরীর ,,,একটু বাঁচা।

মরে গিয়ে বেঁচে ওঠা ,,, অদ্ভুত
কবরের শেষটুকু জীবনের।
আকাঙ্খিত মৃত্যুর হাসতে থাকা
আয় আয় জীবন স্পর্শ দিয়ে যা।
আয় আয় জীবন কষ্ট দিয়ে যা
আয় একটা অন্য জীবন দিয়ে যা।

নিষ্ঠুর এক হাতছানি
প্রশ্নগুলো জমে দৈভাত।
উষ্ণ আগুনে পোড়া মাংসের ছাই
এ সময় ,অসময় ,,,এক ডাক
জীবন আবার হাসতে শিখিয়ে যা।

ঈশ্বরের শেষ ডাকটুকু যদি মুক্তি
পড়ন্ত বিকেলের চোখে আঙ্গুল।
যদি আবার সকাল না আসে
যদি আবার জীবন কাঁদতে থাকে।
যদি শুন্যের মাঝে শুন্য থেকে যায়
যদি বুকে স্মৃতি জমে যায়।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...