Wednesday, April 23, 2014

rishi026@gmail.com

শব্দদের আকুতি
..........ঋষি

কিছু শব্দ বুকের কাছে বসে
বাকুম বাকুম করে পায়রার মতো।
বেঁধে রেখেছে কেউ ,,,কোনো অদৃশ্য মায়া
উড়তে চাই আরো উপরে ,,আরো আরো।
যেখান থেকে ভাসা  যেতে পারে মাধ্যাকর্ষণ ছাড়া
কোনো মায়া ছাড়া
কোনো আকাঙ্খা ছাড়া গভীরতর প্রেমে।

শব্দদের অস্লিলতর শরীরগুলো পাড়ারমোড়ে
চায়ের দোকানে প্রেমে পরে।
আমিও প্রেমে পড়ি বারবার শব্দদের ভিড়ে
নরম কুয়াসায় ভিজে যাওয়া শরীরের মতো।
আমিও ঝগড়া করি নিজের সাথে অস্লিল ভাষায়
সে ভাষায় শুধু থাকে দূরত্বের রক্ত
আচ্ছা প্রেম যদি পাড়ার শরীরে হত।

ফাঁকা ফুটপাথে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের মাস্তুলে বাঁধা
আমার স্বপ্ন রঙের পতাকা।
নিস্তব্ধ অন্ধকার ছুঁয়ে যাওয়ায় হলদে আলোয়
স্বপ্নের মাঝে দুরে দেখি তোমায়।
একটা অস্তিত্ব ,ক্লান্তহীন সামনের আলোয়
আমি এগোতে থাকি তোমার দিকে
আর শব্দরা ডাকতে থাকে পায়রার মতো। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...