Saturday, April 5, 2014

RISHI026@GMAIL.COM

মেরুর শীতলতা
.........ঋষি

মেরুর খাপে বন্দী হৃদয়
ভীষণ ঠান্ডা আজ।
যতই না পারদ ঠেকুক উষ্ণ বাতাসে
ভীষণ অদ্ভুত আজ।

ঠান্ডা লাগছে ,ঠান্ডা
জড়িয়ে আছি এক শীতল হৃদয়।
তার সাথে ঝড়ো হাওয়া
হাওয়ায় আছে তোমায় পাওয়া।

এক ঝাঁক আলো রৌদ্র আমায় ঘিরে
এক বিশাল সমুদ্র আমার চিরে।
আরো এগিয়ে যায় নীল আকাশে
গভীর থেকে গভীরে আজ আসছে সে।

ভিড় কলরব কানে নিশ্চুপ ফুটপাথ
কত আসা যাওয়া ,আশা বয়ে চলা।
চিত্পাত এক রোজ পথচলা
একলা শুধু এই প্রেমের চাওয়া।

জানি না কি বুঝবে সবাই
কি করবে এই যুগের হওয়ায়।
ছোটো চাওয়া ক্ষুদ্র পাওয়া
আর বাঁচা এই প্রেমের মায়া।

মেরুর শীতল স্পর্শ শরীর
কনকনে এক স্পর্শ তোমার।
দুচোখ খোঁজে রৌদ্র মাঝে
স্বপ্নসম হৃদয় তোমার। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...