Monday, April 14, 2014

RISHI026@GMAIL.COM

ফোনটা কেটে গেলো
....... ঋষি

 তোর ফোনটা কেটে গেলো
বলা হলো না বুকের না বলা কথাগুলো।
একটা সরু তার তোর স্পর্শ ছিল
সব ভেঙ্গে গেল ,ছিঁড়ে গেল জানিস
একটা কাঁচে চির লেগে গেলো জানিস।

এপারে আমি ওপারে তুই
ঠিক যেন এক জীবনের দুটো তারা।
কোনো শবাগারে নেমে আসে আকাশ থেকে
খসে পরে মুহুর্তের টুকরো গুলো।
জ্বলতে থাকে ,পুড়তে থাকে ,বুকের ভিতরে
তোকে অনেক কিছু বলার ছিল।

আমার ওপারে তুই
মুঠোফোনের ফোন লিস্টে একটা নাম।
একটা অস্তিত্ব ,একটা স্পর্শ ,আমার ওপারে
এক ধাক্কায় বুকের পারদ নেমে গেলো।
জ্বর আসছে জানিস ,গা পুড়ে যাচ্ছে
যেমন পোড়ে একলা সময় বিকেলবেলা।

এমন কিছু নয় ,সারাদিন কতো ফোন আসে যায়
কতো কথা সব কি মনে থাকে।
কিন্তু কিছুতেই ভুলতে পারছি না তোর শেষ কথা
কি রে কথা বলবি না তো ,,কিরে।
বল আমি কি করবো এবার।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...