Thursday, April 3, 2014

rishi026@gmail.com

অসামাজিক
.............. ঋষি

দুটি পথ যদি একসাথে মিশে যায়
দুটি জীবন যদি এক হয়ে যায়।
চোখ টাটিযে দেখো না তোমরা
এতো হওয়ার ছিল।

না হয় আমরা নিস্ব হলাম
না হয় আমরা অসামাজিক হলাম।
তাতে কি
আমরা তো ভালো আছি।

কি এসে যায় সমাজের হাওয়ায়
কি এসে যায় কারোর ঘৃণায়।
আমরা তো ভালো আছি একসাথে
এতে কার কি আসে যায়।

ইতিহাস বলছে লায়লা মজনু
রোমিও জুলিয়েট এখনো একসাথে  .
সব তো সামাজিক হয় না
তাতে কি তাদের আটকানো গেছে।

যায় না আটকানো যায় না
হৃদয়ের গা ঘষাঘষি ,হৃদয়ের পাঁচিল।
সব ভেঙ্গে পড়ে,সমাজ শাসন সব মিথ্যা
ভালোবাসা কখনো আটকানো যায় না।

দুটি পথ মিশছে ,মিশে এসেছে যুগে যুগে
আজ আর কোনো নিষেধ মানবো না।
দুটি প্রেম একসাথে ডুব দিয়েছে প্রেম সাগরে
আর আমাদের প্রেম ছাড়া কিছু ভাববো না।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...