Friday, April 11, 2014

RISHI026@GMAIL.COM

কি করবে তোমরা
............... ঋষি

যে আমার জীবনে ঝড় তুলেছিল
মাধবিলতার গন্ধে যে বিষ থাকে।
যে বুঝতে শিখিয়েছিল
তাকে  কি তোমরা মানুষ বলো ?

সুন্দরী কন্যার বাজারের মূল্য
যে আমাকে সহজে বিদায় দিল।
পিতার মানে, পিতৃত্বের ছবি
সুন্দর তাই না, তোমরা কি বলো?

চৌদ্দ বছরের বিছনার চাদর যে লাল হয়
ফুলশয্যার মানে বোঝার আগে
যে কুমারী নারী হয়
তার কারণকে তোমরা কি বলবে ?

পুতুল সন্তান ছেড়ে রক্ত মাংসের সন্তান
খেলার মাঠ ছেড়ে মাতৃত্বের আহ্বান।
কিছু বোঝার আগে জীবন বোঝা হয়ে যায়
কি বলবে একে তোমরা ?

একটা সদ্য জাত শিশু সন্তান হয়
সে নারী হতে পারে কিন্তু বোঝা নয়।
জীবনে হাসি  মুখে থাকে তার
অবেলায় শুকিয়ে ফেলার কি মানে  ?

কি মানে করবে এই বেঁচে থাকার
শুধু একজন নারী ,, শরীর ,,,কি ?
অসময়ে ঝরে যাওয়া পাতা রক্তে ভেজা
কি ভাবে বদলাবে আমাকে ?

সমাজের দামে থাকা পৌরুষের নিয়ম
আমার হাসি পায় ,,, ভীষন হাসি।
বৃহন্নলা যদি পুরুষ হয়ে যায়
কি করবে তোমরা বলো ?

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...