Saturday, April 5, 2014

RISHI026@GMAIL.COM

পাখির প্রেম
.......... ঋষি

কি জানি আজ  মনখারাপ
মনখারাপ পাখির এক আকাশ স্বপ্নের
কিছুই মিল পাওয়া গেল না।

খোলা দালানে ভেসে যাওয়া রৌদ্রে
পাখি তোমার ডানার উড়ান দরকার।
বন্দী খাঁচায় এক আকাশ স্বপ্নের
পাখি তোমার খোলা আকাশ দরকার।
বন্ধ থাকা আর বন্দী রাখা এক নয়
পাখি তোমার অন্য জীবন দরকার।

সে যে কোনো স্বপ্ন নয়
না গো শুধু তোমার বাড়িয়ে দেওয়া হাত।
আকাশ যদি শুধু তোমার হয়
কিসের অভিমান ,কিসের অনিদ্রার রাত।
পাখি আকাশের তোমায় দরকার
তুমি উড়বে ,আকাশ হাসবে ,থাকবে সাথে।

পাখি আর মনখারাপ করো না
 না হলে বৃষ্টি আসবে আকাশের চোখে
সব ভরিয়ে দেবে, ভেসে যাবে তুমি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...