Friday, April 25, 2014

RISHI026@GMAIL.COM


রূপকথার সাজসজ্জা
.......... ঋষি

কয়েকটা প্রাচীন ঝরা পাতা যুক্তি মানে না
মানে কোনো বাঁধন,শাসন।
পুরো ছন্নছাড়া আদুরে এক পাগলা হাওয়া
চিরে দেখতে চাই এক বুক প্রেম।
ডুব দিতে চাই পানকৌড়ির মতো প্রেমের সাগরে
তুলে আনে মুক্ত ,ঝরা পাতা প্রেমের ঘরে।

 রাজকন্যা ঘুমোয় সোনার কাঠি রুপোর কাঠি
এক মায়া ,এক ইচ্ছা রাজকন্যার ঠোঁটে।
নিজেকে বোঝানো যায় না কিছুতেই
ছুঁটে যায় স্বপ্নের পক্ষীরাজ রাক্ষসের ঘরে।
ভাঙ্গাতে চাই ঘুম প্রাচীন আদরে
এক নির্বাসিত জোত্স্নায় প্রেম খেলা করে।

তোর মুখের সাথে মিল পায় সেই রাজকন্যার
যার ঘর নেই ,নেই দোর ,শুধু রাক্ষসের সম্ভোগ।
নিজেকে বড় ছোটো লাগে নিজের কাছে
যদি সত্যি কথা হতো।
রূপকথার রাজকন্যা বাস্তবে আমার হতো
বেশ হতো পাগলা হাওয়া স্বপ্নের আদরে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...