Friday, April 11, 2014

rishi026@gmail.com

বাঁচার  আকাঙ্খা
............. ঋষি

আচ্ছা আসলে কাউকে ভুলে যাওয়া যায়
না কি শুধু ভোলবার বাহানা।
সত্যি করে বল
কারোর কাছে গিয়ে কি দুরে যাওয়া যায়
না কি সেটাও ভালো থাকার যাতনা।

ভালো থাকা ,খারাপ থাকা
কতটা দূরত্ব বলতো এই বেঁচে থাকায়।
আমি বলি মাটি আর আকাশ দূরত্ব
কিন্তু এটাও তো সত্যি
আকাশের শুরু সেই মাটির গন্ধ নিয়ে।

আসলে খারাপ না বুঝলে ভালো বোঝা যায় না
কষ্টে থাকার মানে না বুঝলে ভালো থাকা যায় না।
ফুলের গন্ধে মাতোয়ারা হৃদয়
আর ফুল পচে গেলে বিষাক্ত হৃদয়
কিন্তু ফুল ভালো মন্দ জড়িয়ে ,,তাই না।

তাই তো ভালো মন্দ সবই আছে জীবনে
শুধু এগিয়ে যেতে হয় পা মিলিয়ে।
যদি পিছিয়ে যাস ,যদি হেরে যাস
তবে বাঁচবি কি করে বল
তবে আরো ভালো থাকবি কি করে বল। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...