Wednesday, April 9, 2014

rishi026@gmail.com

সময়ের চোখ
.............ঋষি

যদি বলি সময়ের চোখ বড় রঙিন আজ
অন্ধ ভিখারীর বাটিতে যদি ঝরে কদম ফুল।
যদি সুনামি নামে এই বুকে
তবে তোমার ক্যাকটাসে আবার অন্য ফুল।

রাস্তার চেটে যাওয়া কুকুরের  ঘ্রাণে
সোনালী খিদে ,বিষাক্ত নীল শরীর।
শরীরে পদ্মফুল ,রজনীগন্ধার গন্ধে
শুকিয়ে যাওয়া  আর শুকিয়ে গিয়ে মরি।

ভয়ংকর অগ্ন্যুপাতের চিতার আগুন
আর শব্দহীন অলংকৃত হৃদয়ের চিত্কার।
একটা মুখ আজকাল খুব মনে পরে
মনে হয় পোড়াই আমার মত স্মৃতির চিতায়।

জীবন যৌতুকে ভেঙ্গে পরা শার্সির কাঁচ
কিছুটা কালকের আর কিছুটা আজ।
পা ছুঁড়ে চলি শীতল হওয়ায় পা
যদি কখনো পাই তোমায় ভালোবাসার কাজ।

আবার এক আদুরে হওয়ার  দিন
চৈত্রের সূর্যের সাথে কাল বৈশাখীর ঋণ।
উড়ে যাওয়া পাতাদের বিছানায় শীত্কার
হৃদয়ে আছে তার কিছু স্বপ্ন রঙিন ।

তোমায় বলি নি কখনো বোঝো শব্দগুলো
ভাঙ্গা ঘর আর সাজানো অন্তর গুলো।
অন্তরে রাখো ক্ষুদ্র এক স্থান আমার
আর বৈকুন্ঠের প্রেমে আমার চালচুলো।

যদি বলি সময়ের চোখ বড় রঙিন আজ
আর চোখে লেগে আছে বিস্তির্ন্য সমুদ্র।
আর সেই সমদ্রের বালিতে ভাঙ্গা ঝিনুক
তোমার কুড়ান শৈশবের  রৌদ্র।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...