Thursday, September 11, 2014

RISHI026@GMAIL.COM

গান্ধীজির  বাদর
.............. ঋষি

সমস্ত অধিকারের পর আকাশের চাঁদ
আসবে না হাতে।
সভ্যতার শেষ দিন অবধি যারা কাঁদছে
কেঁদে যাবে ,আর যারা হাসছে।
তারা হাসবে পকেটের ঘামে ভিজে
আরেকটু ওপরে আকাশের গায়ে।

শহর থেকে গ্রাম ,গ্রাম থেকে অঞ্চল
ছোটো পুজো ক্লাব ,বস্ত্র বিতরণ চেষ্টা পরিচিত,
কিন্তু খিদে সেই পেটে থেকে যাবে।
পরিচিত ফুটপাথে রোজকার দাম্পত্য
বাড়বে আর সংখ্যা বেড়ে যাবে।
কোনো শারীরিক চাহিদায়  ফুট ব্রিজের তলায়
টুম্পা  চুমু খাবে।
আর চুমু খেয়ে চাটবে সভ্যতার কেউটে
আরো জড়িয়ে যাবে।

সমস্ত অধিকারের পর মানুষের অধিকার
আসবে না হাতে।
সভ্যতার শেষ দিন অবধি যারা কাঁদছে
তারা মরে যাবে ,বাঁচবে সাজানো এক নতুন দিন।
নতুন সভ্যতা গান্ধীবাদী নয় ,গান্ধী ছাপা হবে
সেই গান্ধীজির বাদর একটু বদলে যাবে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...