Tuesday, September 30, 2014

rishi026@gmail.com



সমুদ্র আর হৃদয়
................. ঋষি

পরিবর্তিত পর্যায়ের কোনো পরিযায়ী
আকাশ থেকে স্নায়ু ঘেঁষে নেমে আসে সমুদ্রে।
যারা হাসে আর যারা কাঁদে
মাঝের তফাৎটা সমুদ্র আর হৃদয়।
আচ্ছা হৃদয় তো সমুদ্র হতে পারে
আর  সময় যদি অফুরান হয়ে যায় সমুদ্রের মত।

যাকে ঘিরে এই সমুদ্রের মাঝে একলা হৃদয়
রাশি রাশি নীল জলের উচ্ছল ঢেউ হৃদয় পাড়ে।
পাড় ভাঙ্গে বারে বারে
ঠিক যেমন ভেঙ্গে যায় হৃদয়।
ঠিক যেমন কোনো তারা খসে পরে হৃদয় মাঝে
কিন্তু শূণ্য সে যে থেকেই যায়।
শূন্য সে যে অপূরণীয় কোনো মাগ্নিফাই গ্লাসে দেখা
কাছের থেকে দুরে
আর সে যে দূরত্বের মত লাফিং বুদ্ধ বুককেসের।

কে যেন ছুঁয়ে ছিল একবার খুব কাছে ,খুব গভীরে
মনের হাইওয়েতে সার্বিক আনন্দের বাবুইয়ের বাসা।
কে যেন ভালোবেসেছিল খুব কাছে ,খুব গভীরে
হৃদয়ের  মেঘ ছিঁড়ে ঝলমলে শ্রাবনের রৌদ্র।
কিন্তু সেই তফাৎটা তফাৎ রয়ে গেলো
হৃদয়ের  গভীরতা সাগর কে হার মানালো ।

No comments:

Post a Comment

মাংসাশী

. তোমার কোমরের নিচে তিল দেখে  প্রথমেই বোঝা উচিত ছিল আমার তুমিটা শুধু আমার নও , তোমার নবজন্মের আকাশে এক আকাশে এক ঘোর  ঘরের থেকে পরের ঘরে আকাশ...