Sunday, September 28, 2014

RISHI026@GMAIL.COM

১৪২১ শারদীয়া শুভেচ্ছা
...................... ঋষি

১৪২১ শারদীয়ার শুভেচ্ছা
পিচ্ছিল কোনো রঙচঙে বিজ্ঞাপনী পোস্টারে।
তুমি আমি গড়িয়ে নামি,ভিড় করি
জীবনের জ্বলন্ত উনুনের পারে
কয়েকটা দিন হাসি জড়িয়ে।

উপর থেকে ঈশ্বর দেখেন কালো কালো ভিড়
কতগুলো পিঁপড়ে কাড়াকাড়ি সময়।
তলার থেকে ওপরে পুজো থিমের সিরিজ
হাসছেন তিনি ,আরো হাসছেন ভালো থাকার লিরিকে।
জড়াজড়ি প্রেম ,জড়াজড়ি দাম্পত্য ,সাজানো সময়
সুন্দর স্থাপত্য।
প্যান্ডেলের ভিড়ে তুমি ,আমি হাত ধরে
সার্বজনীন  ১৪২১ শারদীয়ার শুভেচ্ছা
পুজোর দিনগুলো আপনার আরো উত্সব মুখর হোক।

এমনটাই বলার ছিল ফুটপাথে সেই ছেলেটার
আমাদের শুভেচ্ছাতেই তার আনন্দ।
কিংবা সেই মেয়েটা যে সমাজ ছাড়া যোনি
আমাদের  শরীরের দামে আনন্দ।
কিংবা ধরুন সার্বিক দৈনন্দিন ভাস্কর্যের দারিদ্রতা
যার খিদে পেটেই আনন্দ।
প্লিস আর এমন ভাবা যায় না
এটা ১৪২১  শারদীয়ার শুভেচ্ছা
পুজোর আলোকময় দিনে সাজানো  সভ্যতায় আনন্দ।

১৪২১  শারদীয়ার শুভেচ্ছা
আমাদের সভ্যতার ভিত্তি স্থাপন করছেন মিথ্যা অলংকার।
আর ফিতে কাটবেন বিভাজিত সময়ের আততায়ীক।
ডোন্ডওয়ারী আপনারা ভালো থাকুন
আপনাদের জানাই ১৪২১ শারদীয়া শুভেচ্ছা।

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...