Tuesday, September 9, 2014

RISHI026@GMAIL.COM

রঙিন মন
......... ঋষি

তোকে শাড়িতে সুন্দর লাগে মন
ভীষণ সুন্দর তোর শাড়ীতে ভেজা হৃদয়।
জানিস মন তোকে একদিন সাঁওতালি স্টাইলে শাড়ি পড়াবো
পড়াবো শান্তিনিকেতনের পৌষমেলার শাড়ি।
ভীষণ রঙিন ফাগুনের রঙে
তোকে একবার নিজের রঙেতে রাঙাবো।

তোর ভেজা ঠোঁটের মহুয়ার নেশায়
একদিন মৌমাছি হয়ে হুল ফোঁটাবো।
তোর চোখের নদীতে চান করবো
তুলে দেব সব কালি তোর ক্লান্তির।
একদিন তোকে বাউলের মতো  গাইব আমি
নিজের মতো আঁকবো তোকে খেয়ালী।

তোকে ভিজলে সুন্দর লাগে মন
তোর গভীর কোনে আমার স্তব্ধ আকাশ।
জানিস মন তোকে একদিন আমি জড়িয়ে চুমু খাবো
পড়াবো তোকে আমার হৃদয় রঙের শাড়ি।
ভীষণ রঙিন হৃদয়ের রঙে
তোকে একবার নিজের রঙেতে রাঙাবো।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...