Thursday, September 18, 2014

RISHI026@GMAIL.COM

মিতালি বৌদি
................... ঋষি

হাত বাড়ালি সোনালী রৌদ্রের দিকে
চেনা ফুটপাথে প্রাগৈতিহাসিক সূর্যটা জ্বলছে।
খিদের শহরে পৃথিবী দুঃখময়
চেনা সময়ে ফুটপাথে জীবন পুড়ছে।

মিতালি বৌদির বাঁধানো শরীরটা ,বুকের উপর
কুকুরগুলো হাঁটছে ,হাঁটছে শতাব্দীর আলোতে।
খালের পাশে ছোটো ঝুপড়িগুলো বাঁচার তাগিদে
খিদে বাড়ছে শহরের পেটে।
কুকুরের পাশে মানুষের খিদে ,ছোটো ছোটো হাত
চেনা পরিহাস ,বস্ত্র ,অন্ন ,বাসস্থান।
আর বিনিময় সম্মান ,মনুষত্ব,আর বেঁচে থাকা
মিতালিদির  বাঁধানো শরীরের দরদাম।

ট্রেনের ১০৮ নম্বর বগির ,প্যাসান্জার ক্লাস জানলায়
ঝুলে আছে জিভ হিসেবের বাইরে ,মা কালী।
মানুষবাবু কেমন আছেন ,বেঁচে থাকায়
আজ ক দিন হলো মিতালির খবর নেই।
মেয়েটা ভালো ছিল ,সংসারী,অভাব আর অভাব
কি হলো পালিয়ে গেল।
সেদিন বৌদিকে দেখলাম শুয়ে আছে
পাঁচতারা হোটেলের চাদরের রঙে,খিদে দাদা।

হাত বাড়ালি সময় সোনালী সভ্যতার নতুম দিনে
কিন্তু মিতালি বৌদি সভ্যতার ব্র্যান্ডএম্বাসেডর।
খিদের শহরে জীবন বেঁচে থাকা
নগ্ন মিতালির বৌদির শরীরে সভ্যতা হাঁটা।       

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...