Thursday, September 18, 2014

RISHI026@GMAIL.COM

ঠিক কেটে যাবে
........... ঋষি

এই ভালো কি বলিস
একটা জীবন ঠিক কেটে যাবে। .
পিছনের ফেলে আসা পথে সময়
তোর হাসিতে ,তোর চোখে ঠিক  কেটে যাবে।

না বলার শব্দের হৃদয়  সঙ্গমে অসংখ্য চেতনা
আর যাতনার ভিড়।
তাদের মোহে একটা জীবন
ঠিক কেটে যাবে।

স্বপ্ন যদি জটিল হয়ে হৃদয়ে থেকে যায়
তাদের রাগের সপ্তসুরে জীবন হেঁটে যাবে।
আজ না হয়  কাল
জীবন ঠিক ফুরিয়ে যাবে।

তোর সাথে কিছুটা পথ সকালের পথে
শিউলি ফুল।
রোজ ঝরে যাবে হৃদয় যন্ত্রনায়
কিন্তু সময় কেটে যাবে।

না বলা শব্দের অসংখ্য গাঁথা নক্সী কাঁথা
কেউ লিখে যাবে।
কিন্তু জানিস সময়
ঠিক হারিয়ে যাবে।

এই ভালো কি বলিস
একটা জীবন ঠিক কেটে যাবে।
সময়ের থেমে যাওয়া কাঁটা আবারও চলবে
সময় কেটে যাবে।  

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...