Sunday, September 21, 2014

সবুজের মৃত্যু

সবুজের মৃত্যু
,,,,,,,,,,,,,,, ঋষি

ঘটাং ঘটাং ঘ্যচাত
কেটে দিল মাথাটা পৃথিবীর শরীর থেকে।
কোনো শব্দ হলো না ,শুধু ধপাস করে পড়লো শরীরটা
পৃথিবীর বুকে ,শেষ কথাটা ছিল ,
আমি তো কারোর খারাপ করি নি।
আমি তো কারোর ক্ষতি করি নি ,তবে কেন  ?

তবে কেন ওদের  মৃত্যু এতো ভয়ানক
তবে কেন ওদের  নেই  বাঁচার অধিকার।
সমস্ত প্রাণী কুলের মধ্যে সবথেকে নিরীহ ওরা
কারোর ক্ষতি করে  না ,বরং সাহায্য করে।
এই  পৃথিবীর সভ্যতার চাকার প্রথম আলো ওরা
এই  পৃথিবীর নিশ্বাস আর কারণ ওরা,
এই  পৃথিবীর শীতলতা তার বৃষ্টি ওরা।
ওরা  তো শুধু ভালো করছে  ,ওরা তো ক্ষতি করে নি
তবে কেন ওদের হচ্ছে এমন অমানবিক মৃত্যু।

ওদের কাটতে থাকো মাথার পর মাথা
ওদের  অভিশাপ পৃথিবীর লাগবে একদিন ,সব ধ্বংস হবে ।
শুধু মরুভূমি ,শুধু তৃষ্ণা, পৃথিবীর মাটিতে জ্যান্ত মৃত্যু ঘুরবে
আর ধরে ধরে মারবে ,পুড়বে ভীষণ তাপে।
একদিন এমন আসবে সেদিন পৃথিবী শুধু কনক্রিট আর বালি
সবুজ থাকবে না যেদিন থাকবে না প্রাণ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...