Wednesday, September 3, 2014

RISHI026@GMAIL.COM

একটা গল্প
............ ঋষি

একটা গল্প বলি শোন
আজকের না, কালকের না ,ঘরঘরের কথা।
অনেক বাপি বাবা হতে পারে না
অনেক মাম্মি মা হতে পারে না
দোষ আমাদের নয় ,দোষ ভালোথাকার।

ভালোথাকার মানেগুলো  হৃদয় দেওয়ালে লেখা
পিতা ,মাতা আর তারা।
ভালো থাকার মানেগুলো হৃদয়ের স্পর্শে থাকা
সম্পর্ক্যের আকাশের তারা।
ঈশ্বরের হাতে তৈরী কাঠের পুতুল
শৈশবে পাওয়া পিতা মাতার স্পর্শগুলো সব
ভীষণ ঠুনকো কিন্তু হৃদয় পোড়া।

কি রে তোর এই বাবা তোকে ভালোবাসে
কি রে তোর এই মা তোকে কাছে ডাকে
কেন শুনবে ,কি দোষ তাদের।
কেন আকাশের তারা খিমচে নামিয়ে আনবে বৃষ্টি
রক্ত বৃষ্টি বুকের মাঝে
কি দোষ তাদের ?
বাবা ,মার  ভালো থাকতে চাওয়া।

এই গল্পের শুরতেই শরীর আসে জন্মের
প্রেমহীন কামের ভুরিভুরি শরীরের গন্ধ।
তারপর আসে মুক্তি একটা ডিভোর্স পেপার
কিন্তু সেই জন্মগুলো যাতনা হয়ে যায়
দোষ আমাদের নয় ,দোষ ভালোথাকার। 

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...