Wednesday, September 3, 2014

RISHI026@GMAIL.COM

এটা ম্যাজিক না
............ ঋষি

প্রশ্নগুলো যদি কোনো ম্যাজিকাল ছোঁয়ায়
ভ্যানিস হয়ে যেত।
তবে হাইড্রেনে পাওয়া যেত না সন্তানের মৃতদেহ
তবে পিলসুজে জ্বলতো না শরীর যোনির কামনায়
আসলে ম্যাজিক সে যে ছোটদের হয়।

ক্লাস ফাইভের বারো নম্বর প্রশ্নর উত্তরে
আজ জাহাঙ্গীর বন্দী হয়।
তাজমহলের বদলে পিরামিড দেখে চোখ অষ্টাদশী শরীরে
আর প্রেমের মৃত্যু শরীরের জয়।
জ্বলন্ত উদাহরণ নন্দনকানন  আর এদিকে ওদিকে গলিখুপচিতে
প্রেম কি আজকাল এমনি হয়।
ভীষণ মোটা শরীরে খাতায় ম্যাজিকের মতো
বড় অদ্ভুত অন্য রিমেকি পর্যায়।

ক্লাস টুয়েলভের মোবাইল ফোনে একটা ম্যাসেজ
এই আজ আসিস না বাবা মা বাড়িতে।
হাই ম্যাজিক ঈশ্বরও থাকেন ঠাকুর ঘরে বন্দী
উনিও দেখেন শরীরের ভাঁজের অদ্ভুত পৃথিবী।
অদ্ভুত না সবটাই অদলবদল
সবটাই কেমন বদলানো পৃথিবীর অদ্ভুত দৃষ্টি।
প্রেম সে নাকি ছুঁয়ে থাকে শরীরের গন্ধ
আর ঈশ্বর সেই নষ্ট প্রেমে স্তৈন্য এক আজব জীব।

 প্রশ্নগুলো যদি কোনো ম্যাজিকাল ছোঁয়ায়
ভ্যানিস হয়ে যেত।
তবে ফুটপাথে পাওয়া যেত না ছোটো ছোটো হাত
তবে অনাথ বলে শব্দ হতো না দৈনন্দিন পথ চলায়
আসলে ম্যাজিক সে যে ছোটদের হয়। 

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...