Saturday, September 20, 2014

RISHI026@GMAIL.COM

বৃষ্টির স্পর্শ
......... ঋষি

এইমাত্র যে বৃষ্টিটা হয়ে গেল
সেটা প্রেমের বৃষ্টি।
আসলে প্রেম এমনি হয় ,কখন যে ছুঁয়ে দেয়
কিন্তু বৃষ্টির জলের নোনতা স্বাদটা বদলায় না।
রাত্রের মুখ সকালে বাসি হয়
বিছানার চাদরে প্রেম ভিজে যায়
কিন্তু প্রেম যে থেকে যায় গভীর মেঘলা মনে।

এই বৃষ্টির রূপ অনেকটা জগৎ জোড়া হৃদয়ে
যেখানে স্পর্শ থাকুক না কেন।
বৃষ্টির বেয়ারা ফোঁটা গুলো জমতে থাকে হৃদয়ের খামে
ফুটপাথে জমা জল ,বেড়ে যায় ,আবার কমেও।
কর্পোরেসানের নর্দমা ছেড়ে,কোনো খালে ,নদী হয়ে সমুদ্রে
হয়তোবা হৃদয়ের কোনে জমে যায়।
মেঘ থেকে বৃষ্টি ,বৃষ্টি থেকে সৃষ্টি ,সৃষ্টি থেকে দৃষ্টি
খুব দুরে কোথাও মিশে যায় গভীর মনে।

এইমাত্র বৃষ্টিটা হয়ে গেল
রাস্তায় জমা জল সরছে ,দুপাশে আবার ব্যস্ততা।
সন্ধ্যের লুকিয়ে থাকা আলোয় আমি ভিজে
আমি ভিজে  আমার মুগ্ধতায় দুচোখে গড়িয়ে নামা পবিত্রতা।
প্রেম বোধহয় খুব গভীর মনের কোনে
উঁকি দেয় নতুন আলোয় ,সন্ধ্যা হয়ে গেছে।
এল নিভে গেছে ,চারিদিক ব্যস্ততায় নিঃশব্দ আমি ফুটপাথে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...