Wednesday, April 10, 2019

বৃষ্টি কথা


বৃষ্টি কথা
............. ঋষি
===============================================
শেষ বেশ কিছু বছর তুমি আমায় জুড়ে
আমাকে ছুঁয়ে যেন জলতরঙ্গ।
আমি নিজের মনে হাসি ,নিজের মনে ভাসি
আর নিজের মাঝেই কথা বলতে থাকি।

দুপুর ছুঁয়ে মাঝবয়সী রোদ  আচমকা বদলে যায় আজকাল
বৈশাখী ঝড় ,মনের খবরগুলো তোলা থাকে।
হঠাৎ মেঘ ,বৃষ্টি দের মিষ্টি কথা
টাপুর টুপুর তুমিও ভিজে চলো আমার সাথে।
ঝাঁকড়া চুলের মেয়ে ,আমার সাহস এবং প্রিয় মুখ
লুকোনো ঠোঁট ,
প্রেম ছলছল ঘুমহীন রাত
ঠিকানা খোঁজা হাতড়ানো সময়ের হাত।

সব সত্যি
তবু কেন জানি ঝড়ের মাতন প্রশ্বাসে আকাশে চমকে ওঠে বিদ্যুৎ
তুমি খিলি খিলি হেসে ওঠো।
আমার মতো তুমিও ভালো থাকো আজকাল
আমায় ভেবে ,তোমার মতো।

শেষ বেশ কিছু বছর তুমি আমায় জুড়ে 
আমায় ছুঁয়ে ঝিলিক মেয়ে, হঠাৎ বৃষ্টির ইচ্ছেকথা।
আজ সন্ধ্যাতে বৃষ্টি হোক 
চোখ ছুঁয়ে যায় বুক কাঁপিয়ে জলের কাব্যে বৃষ্টি কথা।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...