একলা যখন
.......... ঋষি
===========================================
তুমি তোমার অজ্ঞাতবাসে তোমার ছাদে এসে দাঁড়ালে
অন্ধকারে চারিপাশ ,নিঝুম।
দূরে কোথাও একলা দঁড়ানো সেই গাছটা
পর্বত প্রাচীন অন্ধকারে ,একটা ছায়া।
ঘুম ভেঙে যাবে চলন্তিকা
বুকের পাথর ভেঙে তৈরী এই অন্ধকার।
.
বুকের উপর পা দিয়ে দাঁড়াবে
পা দিয়ে বুকের গভীরে কোনো শেওলা মাখা সিঁড়িতে।
প্রাচীন দারিদ্রতা
নিঃশ্বাস নেবে বুকে সময়ের নাম করে।
হয় তো অভিমান
হয় এমন বেকসুর ছুরি ঢুকে যায় বড্ডো অভিমানে।
কথা হবে না
সময় হবে না ,দূরত্বের বেতার তরঙ্গে প্রাচীন অমনিবাস।
সময় ফুরোনো দূরত্ব বেড়ে যাবে
অথচ ঘুম চোখে স্বপ্নগুলো বড় বেশি মৃত তখন।
.
তোমার একলা ছাদ।একলা আকাশ ,আর অজস্র কথন
সময়রের মুখভার একলা যখন।
তোমার রাস্তার পাশে সেই গাছটা ছায়া ফেলে যাবে
অন্যমনস্কতায় তুমি এক অন্য তখন।
জানি চলন্তিকা সময় বদলাবে
কারণ প্রাচীন অমনিবাসগুলো সব ধ্বংসস্তূপ আজ।
.......... ঋষি
===========================================
তুমি তোমার অজ্ঞাতবাসে তোমার ছাদে এসে দাঁড়ালে
অন্ধকারে চারিপাশ ,নিঝুম।
দূরে কোথাও একলা দঁড়ানো সেই গাছটা
পর্বত প্রাচীন অন্ধকারে ,একটা ছায়া।
ঘুম ভেঙে যাবে চলন্তিকা
বুকের পাথর ভেঙে তৈরী এই অন্ধকার।
.
বুকের উপর পা দিয়ে দাঁড়াবে
পা দিয়ে বুকের গভীরে কোনো শেওলা মাখা সিঁড়িতে।
প্রাচীন দারিদ্রতা
নিঃশ্বাস নেবে বুকে সময়ের নাম করে।
হয় তো অভিমান
হয় এমন বেকসুর ছুরি ঢুকে যায় বড্ডো অভিমানে।
কথা হবে না
সময় হবে না ,দূরত্বের বেতার তরঙ্গে প্রাচীন অমনিবাস।
সময় ফুরোনো দূরত্ব বেড়ে যাবে
অথচ ঘুম চোখে স্বপ্নগুলো বড় বেশি মৃত তখন।
.
তোমার একলা ছাদ।একলা আকাশ ,আর অজস্র কথন
সময়রের মুখভার একলা যখন।
তোমার রাস্তার পাশে সেই গাছটা ছায়া ফেলে যাবে
অন্যমনস্কতায় তুমি এক অন্য তখন।
জানি চলন্তিকা সময় বদলাবে
কারণ প্রাচীন অমনিবাসগুলো সব ধ্বংসস্তূপ আজ।
No comments:
Post a Comment