Thursday, April 18, 2019

ডেসডিমোনা


ডেসডিমোনা
...... ঋষি
==========================================
ডেসডিমোনা ট্রাজিডি
তুমি আর চোখ খুলছো না ,খুলবে না।
পৃথিবীর আগুনে পুড়ে যাওয়া মুহূর্তদের নামাবলী
আগুনে ফুটছে সময় ,
পুড়ে যাওয়া সময়ের পদচিহ্নে অসংখ্য ফটোফ্রেম ,
অসংখ্য মুহূর্ত।
.
বাড়তে থাকা অপ্রেমিক
তোমাদের উদ্দেশ্যে সময়ের ত্রিশূল দৃষ্টিতে নৃত্যরত শিব।
ডুমরুর শব্দ ,চারদিক অচেনা
প্রেমের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া অসংখ্য গালি যখন চোখের জল।
শহরের অন্ধকারে বিলীন শান্তিরা খুঁজছে নেশার চোখ
হয়তো প্রেম তোমার।
.
লাল চোখ ঘুম না আসা অসংখ্য মৃত প্রেম
ছুঁয়ে যাওয়া নিজেদের সিলিঙে ক্রমশ বাড়তে থাকা শকুন।
ঈশ্বর অপদার্থ যেখানে
প্রেম ব্যর্থতায়।
অন্ধকার আজকাল বড় প্রিয় শহরের ধুলোতে
কোথাও প্রেম কাঁদছে।
.
ডেসডিমোনা  দয়া করে আমার দিকে তাকাও
দেখো আমার রক্ত চোখে লেখে আছে ট্রাজিক কিছু অপ্রেম।
পৃথিবীর আগুনে বাড়তে থাকা অপ্রেমিকের দল
সকলে তোমার সেবায় বিলীন।
দয়া করে একবার চোখ খোল ,খোল অধিকারের দরজা
আর তারপর না হয় তুমি মরে যেও আমার সাথে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...