নিরুদ্দেশ
........... ঋষি
=========================================
কিভাবে নিরুদ্দেশ হবো ?
সকালের চোখে লেখা তিতিবিরক্তি ,নিম স্বাদ।
দূরে কোথাও কারখানার ভোঁ বাজে ,ব্যস্ততা
পান্তা ভাতে নুন ,কিছুটা আশা আর মধ্যবিত্ত ভরসা।
সমস্ত সত্বার বাইরে কোথাও স্বপ্নপরী ,ব্যাঙ্গমা ,ব্যাঙ্গমী
শৈশবের মৃত কফিনে লেখা রূপকথা।
.
সময় খরচ করে ফেলেছি অনেকটা
মুঠোয় ম্যাজিকে রাখা দিনবদলের সম্পর্কের নথি ।
তোমাকে ঠিক মায়ের মত দেখতে
বলেছি বহুবার একলা থাকা সম্বলে ।
কিভাবে পালাবো নিজের থেকে
বয়সের চামড়ায় ক্রমশ লেপ্টে থাকা ঘা ,বেদনা।
কবিতা কোন হাতখরচের গল্প নয়
কবিতা আমাদের মতো মানুষের আগুনে পোড়া ।
এদিকে ফুরোনো শহর চুঁইয়ে নামে তোমার ডাক বাক্সের ঠিকানা
তোমার ঠিকানায় একটা না লেখা চিঠি গিয়ে পৌঁছায়
কি গো ভালোবাসো তো আমায় ?
.
কিভাবে নিরুদ্দেশ হবো ?
কিভাবে দিনবদলের গল্পে আমি লিখে দেব লুকোনো স্বপ্নদের।
দূরে কোথাও শুনতে পাই চলে যাওয়া ট্রেনের শব্দ
আমি একলা দাঁড়িয়ে স্টেশনে একটু অন্যমনস্কতায়।
ফুলের খুব কাছে দাঁড়িয়ে কেউ কেউ বাঁচা শেখে
কেউ জমা করে খড়কুটো বাঁচার আশায় ।
খুব সুন্দর
ReplyDelete