Saturday, April 13, 2019

ভালো থেকো(৯)


ভালো থেকো(৯)
...... ঋষি
====================================
কে বলেছে সব গেছে ?
এখনো বাঁচা বাকি ,বহু বাকি।
.
তোমার অভিমানটুকু তোলা থাক বিকেলের শেষ রৌদ্রে
আমার মনের ইচ্ছে লুকোনো কোনো ইচ্ছে গাছ।
বদলানো সময়ের অভিমান ,
বাড়তে থাকা অংকুর থেকে ,আমাদের সহবাস।
বহুদিন পরে ওই চেয়ে দেখো আবার বোধ হয় নতুন শুরু
নতুন বছর ,
ভালো থেকো।
নতুন কিছু প্রাপ্তি তোমার ,আমার সাজানো ফোটোগ্রাফস
বহু ফটোফ্রেম ,হাজারো মুহূর্ত ,
আরো বেশি চঞ্চল হোক হৃদয় ,আরো বেশি তুমি।
আমার ইচ্ছে গাছ ,
রঙিন সম্বল ,সবটুকু জুড়ে তোমার ভালোথাকা
নীল আকাশ
হঠাৎ বৃষ্টি ,আমাদের ভিজতে থাকা।
.
এখনো বহু বাকি ,আরো বাকি
ফিরে আসা কাছাকাছি ,জড়িয়ে হাজারো মুহূর্ত। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...