Wednesday, April 24, 2019

অবাক পৃথিবী


অবাক পৃথিবী
...... ঋষি
=======================================
ধরো হঠাৎ করে একটা পৃথিবী ছুটে আসছে  তোমার দিকে
ধরো তখন হাতে ধরা দূরবীনে তুমি দেখছো
প্রিয়জন।
.
 সম্পর্কের হাত ধরে এগিয়ে আসছে কিছু অশুভ সময়
পাশ দিয়ে চলে গেলো একটা লাশবাহী  ভ্যান।
 তুমি উদ্ভ্রান্তের মতো হাঁটছো
 তোমাকে প্রশ্ন করছে হাওয়া তুমি কেমন আছো ?
তুমি হাসছো,পাগলের মতো ।

 হাওয়ায় ঢিল ছুঁড়তে ছুঁড়তে ভেসে আসে মেঘ
 প্রচন্ড বৃষ্টি হবে এবার।
 পাশ ফিরে একলা শুয়ে আছে তোমার ছেলে আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্র গুনছো তুমি ,
ছেলে বলছে বাবা শুকতারা ,সপ্তর্ষিমণ্ডল
তুমি সময় গুনছো।
 মিথ্যা প্রতিশ্রুতির নিউজ এসে টুল পেতে বসেছে তোমার মগজে
ঢেউয়ের আওয়াজ,
 বাঁধ ভাঙার অংকে সিঁড়ি ভাঙছে ভয়।

তুমি শুনতে পারছো ছেলে ডাকছে
বাবা সকাল হয়ে গেছে ,স্কুলে যাবো কি হলো উঠবে না ,
তুমি চোখ রগড়ে উঠে বসলে
অবাক পৃথিবী।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...