Sunday, April 7, 2019

ছায়া শরীর




ছায়া শরীর
.... ঋষি
================================================
সম্পর্কের ভিতর একাধিক ছায়া শরীর
ক্রমশ এগিয়ে আসা রোদ বিশাল  ছায়া ফেলে নিজেদের বৃত্তান্তে।
কিছু বিভ্রান্ত ঘুম ভাঙে
নড়ে ওঠে বুকের  ওঠবসে অসংখ্য  শাখা প্রশাখা।
"তোমার ঘরে বাস করে কারা,ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা।"

মন জান না
উপলব্ধির তলানিতে ,দূরত্ব থেকে দৃষ্টান্ত ক্রমশ ৷
দুজনের মধ্যেকার শূণ্যতায়
বাড়তে থাকা প্রতিবিম্ব মুখ একে ওপরের সান্নিধ্যে।
তুমি অবিশ্বাসী পর্বতচারিনী
কিছুতেই পেরতে পারবে না সেই উচ্চতা ,
আর আমি পর্বতের খুচরো নদী
শুধু স্বপ্ন দেখবো সমুদ্রের।

সম্পর্কের ভিতর একাধিক ছায়া শরীর
ভালোবাসার তীব্রতা বেড়ে ওঠার আগেই প্লাবন আসে।
ভেঙে পড়তে চায় সম্পর্কের বাঁধ
কিত্নু বিভ্রান্তের ঘুম ভাঙে না ,ভেসে যায় পারাপার।
পুরুষরা আলো চায় , তুমি উৎস হয়ে  উঠতে পারো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...