Thursday, April 18, 2019

চুমু


চুমু
..... ঋষি
=====================================
তোকে একটা চুমু খাবো ,অদ্ভুত ভাবে তাকালাম
তোর অভিব্যক্তি খানিকটা নিরলস
বললি  ইচ্ছে হলো তাই বললাম।
.
সত্যি বলতে কি চলন্তিকা
এই শহরে ভালোবাসার বাস নেই ,নেই কোনো ঠিকানা।
গরম প্যাচ প্যাচে ঘাম ,গড়িয়ে নামা বিরক্তি
অথচ এই শহরে পানকৌড়ির ডুব নেই।
শুধু ডুব সাঁতার দিয়ে কিছু অদ্ভুতুড়ে সম্পর্ক মানে খুঁজছে
বাঁচার ,
একটু ভালো থাকার। 

এই শহরে  বিনবিনে এসির ভিতরে স্ট্যাটাস চালাচালি
 নাগরিক পাঁচালি,
কিন্তু সত্যি কি বলতে চলন্তিকা এই শহরে
কারোর চুমু খাওয়ার সময় নেই ,নেই দরকার স্পর্শের ,
শুধু তালে পা বাড়িয়ে এই শহর মেহফিলে ব্যস্ত
নরম মেয়েছেলের শরীর
শুধুই যান্ত্রিক ,শধুই মনোরঞ্জন ,ভালোবাসাহীন টাইম পাস্।
.
তাই একটু অবাক হওয়া আর কি চলন্তিকা
আমি তাকালাম তোর চোখের দিকে ,তোর স্পর্শের গভীরে
তারপর মিশে গেলাম ,চুমু। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...