Friday, April 12, 2019

পাশাপাশি


পাশাপাশি
.......... ঋষি
=================================
বুকের ভিতর ক্রমাগত দুমদুম
স্বপ্ন যদি হঠাৎ মুখোমুখি এসে বসে।
স্মিত হাসি ,
আখরোট ঠোঁট ,ভিজে চোখ
তোর গন্ধ।
.
বহু জন্মের কোনো আকাঙ্খা
একলা থাকা নিয়মিত নিঃশ্বাসে ছুঁয়ে থাকা যাপন।
যদি হঠাৎ ভোর হয়
যদি হঠাৎ চোখ খোলা আলোয় এগিয়ে আসিস তুই
আমি ঘুম চোখ ,যেন কোনো স্বপ্ন।
হাতে ঘষে কুড়ি মিনিট কিংবা মুহূর্ত হয়তো স্বপ্ন
আসলে স্বপ্নরা এমনি হয়
আসে যায়,দোলা দিয়ে যায় আমার তুই।
অদ্ভুত এক গন্ধ
অদ্ভুত কোনো ভালোলাগা ,একটু বেঁচে ওঠা
কবর থেকে উঠে আসা আমরা
পাশাপাশি।
.
বুকের ভিতর ক্রমাগত দুমদুম
হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভাঙা চোখে এখন পড়ন্ত রৌদ্র।
ভালো লাগা গুলো এমনি হয়
তোকে ছুঁয়ে ভালো থাকার আকুতি
এখনো বড় আদুরে মনে হয়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...