Tuesday, April 9, 2019

একরাত্রির গল্প


একরাত্রির গল্প
............. ঋষি
===============================================
বিষন্ন ভাঙা চাঁদের মতো তুমি এলে
একরাত্রির গল্প।
যেন ডুবে যাচ্ছি আমি কোনো মৃত অন্ধকার নদীর মাঝখানে
মৃত নদীর বুক  চিরে তোমার মেধাবী পৃষ্ঠাতে
অনবরত রাত্রি লিখছে স্নেহ ,বাঁচার অকারণ কারণগুলো।
.
তোমার ঘুম, ঘুমের বাজপাখি,
 সারা আকাশ জুড়ে অন্ধকার লোভ
আঙুলের স্পর্শে রাত্রি বাতাসের টোপ ক্রমাগত জ্যোৎস্নায়।
উড়ে উড়ে ফুটছে টেরাকোটা রঙের স্বপ্নরা
ধোঁয়া ধোঁয়া সম্বল।
বুকের এই পাতাল ফুঁড়ে উঠছে ক্রমাগত বাঁচার আকর
ভালোবাসা সর্বনাশা হায়।
তোমার হাসি
তোমার চোখের চাহুনির ভিতর অতল সাগর।
তলিয়ে যাচ্ছি আমি মৃত্যু নদী
নদীর বুকে অসংখ্য ভাঙ্গন ,পার ভাঙা শব।
নগ্ন রাত্রির দেহ বেয়ে বেয়ে চাঁদ নিভে গেলে
মৃতদেহ জেগে ওঠে বর্তমান ফসিল।
.
বিষন্ন ভঙ্গ চাঁদের মতো তুমি এলে
একরাত্রির গল্প।
যতসব নিরুত্তাপ খসে পড়া জলের পালক আকাশের বুকে লেগে
ঠিক তোমার চোখের  জলজ্যোৎস্নাকাজল
অনবরত রাত্রি লিখছে সময় ,বাঁচার কারণগুলো মৃত নদীতে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...