Saturday, April 20, 2019

মন কেমন


মন কেমন
...... ঋষি
=================================
শরীর ছুঁয়ে আগুন জ্বলে
সময়ের দাবানলে পুড়তে থাকা অজুহাত।
আচ্ছা চলন্তিকা কেন এমন ?
পলাশের দিন ফুরিয়ে চলা বসন্ত আজও যে পথ খোঁজে।
"ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান"।
.
মনের ভিতরে খোলা বারান্দা
আর বারান্দায় দাঁড়ানো ছায়া যুগল পথের দিকে তাকিয়ে।
পথের পরে পথ মিশে যায়
মিশে যায় মানুষের হৃদয়ের গভীর তারগুলো।
অসময়ে বাজতে থাকে জলতরঙ্গ ,পুরোনো রং চটা গিটার
মনের পাখি উড়ে যায় ,
আঁচল  খোঁজে খানিক প্রশ্রয়ে ,খানিক আবদারে
ছোঁয়ার অছিলায়।
আচ্ছা চলন্তিকা কেন এমন হয় ?
কেন এমন মন কেমন ?
কেন এই পাওয়া শুধু স্মৃতির বুকে দাগ রেখে যায়।
.
শরীর ছুঁয়ে মন ঘষে জ্বলে ওঠা বারুদ
সময় পুড়ে যায় ,তখন তোর ঠোঁটে অজস্র না পাওয়া।
আচ্ছা চলন্তিকা কেন এমন ?
হঠাৎ একফালি মুচকিহাসি ,তোর গন্ধ পাগল করে অসময়।
"তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা "।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...