"সময়ের কাছে ভালোবাসা মানে শরীর
আর শরীরের কাছে যে ভালোবাসা ঈশ্বর। "
সম্ভব (১)
.
মেয়েটা অপলক তাকিয়ে ছিল ছেলেটার দিকে
প্রথম দেখা ,প্রথম প্রেম,
আর ছেলেটা
তার সাতনম্বর শিকার করা মেয়েলি নরম মাংসের দিকে।
মেয়েটা জুল জুল করে তাকিয়ে ছিল ছেলেটার দিকে
খুঁজে চলেছিল তাদের প্রেমের ভবিষ্যৎ,
আর ছেলেটা ভালোবাসার নামে মেয়েটার শরীর হাতড়াচ্ছিল
চরম কামে।
.
সম্ভব (২)
.
ছেলেটা বহুক্ষণ বাসস্ট্যান্ডে হেলান দিয়ে দাঁড়ানো
তার ভালোবাসার মেয়েটার অপেক্ষায়।
বাস এসে থামলো ,মেয়েটা নামলো তার বান্ধবীদের সাথে
একটা মুচকি হাসি ,ছেলেটার পাগলাটে চাহুনি।
খুব হাসছে মেয়েটা তার বান্ধবীদের সঙ্গে
বান্ধবীরা বলছে কিরে ও তো লাট্টু কি বল ,কি করবি ?
মেয়েটা তাচ্ছিল্লের সাথে বলছে
ছাড় তো ভালো টাইমপাস ,ভালো কাটবে সময়।
.
আজকাল
.
আজকাল গল্পগুলো এমনি হয়
আজকাল প্রেম শুধু একটা বাহানা ,কিংবা টাইম পাস।
দামি ব্যস্ত সময়ের থেকে চুঁইয়ে পড়া সময়
টাইমপাস।
একদিন প্রেম ,
প্রেমিক ,প্রেমিকা দেখলে কাঁদতে চাইবে।
কিন্তু চোখের শুকনো নালা বেয়ে জলের পরিবর্তে
টপটপ করে ঝরবে রক্ত।
.
সম্ভবত একদিন
.
একদিন ভালোবাসি বললে অদৃশ্য প্রেমের আত্মা
হাত বাড়িয়ে গলা টিপে দেবে মানুষের।
হাসির কোরাসে আর ভাসবে না কোনো প্রেমিকা ভালোবাসি বলে
কিংবা কোনো প্রেমিক করবে না অপেক্ষা তুমুল প্রেমের ।
সেদিন স্তনে নূপুর বাজবে,শিশ্নে আওয়াজ তুলবে গিটার,
আর সেদিন প্রেম মানে শুধু শরীর ।
শহরের অলিগলি পেরিয়ে শহরের চওড়া রাস্তায় চলবে প্রেমের মৃতদেহ
একদিন সত্যি প্রেম বলে কিছু থাকবে না।
.
................ ঋষি
No comments:
Post a Comment