Thursday, April 18, 2019

কবিতার পাতা

কবিতার পাতা
......... ঋষি
=============================================
আসলে কি জানো কবিতার কোনো বই হয় না
আসলে কবিতারা কবিতা হয় না,
শুধু অনুভূতিদের আগুনে পোড়ালে যে চিৎকার বেরোয়
তাই শব্দ শৃঙ্খলে কবিতা।

শুধুই প্রলাপ,
শুধু  যাচিত কিছু ইচ্ছার  কাহিনী।
দিনান্তে সেই সময়ের রক্ত চেটে ঘরে ফেরা
সেই একই গল্পের চর্বিত চর্বন।
রূপকথার রাজপুত্র  কখনো বাস্তবে পক্ষীরাজ চড়ে না
সোনার কাঠি ,রুপোর কাঠি কিছুই বদলায় না
বদলায় না বস্তা পচা জীবনের গল্পগুলো।
মাঝে মাঝে ভাবি কেন লিখি ?
 রাতজাগা চোখে তখন সিলিঙে একঘেয়ে পুরোনো পাখার শব্দ
অন্ধকার জোৎস্ন্যা জানলার কপাট ভেঙে দেওয়ালে আঁকিবুকি ,
বুকের ভিতর হঠাৎ চঞ্চল
তোমায় মনে পরে চলন্তিকা দক্ষিণ বাতাসের মতো ,
আমার কবিতা ,আমার বাঁচা।
হয়তো কবিতা নয় কোনো, তবুও লিখে চলি
শতাব্দী প্রাচীন ঘুম ভাঙা কোনো প্রলাপ তোমায় ঘিরে।
.
আসলে কি জানো কবিতার কোনো পাতা হয় না
কবিতা কারো কারো জীবন হয়ে থাকে।
সঙ্গীত নয়, লিরিকও না, কোনো মেধা নয়
শুকনো কিছু  সময়ের পাতা ঝরা কবিতার পাতাসব।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...