রুদ্রকে উদ্দেশ্য করে
.
যেখানে আগুনে রক্ত পোড়ে
যেখানে সময়ের ঠোঁটে লেগে যায় রক্ত ,
যেখানে প্রেম জড়িয়ে যেন অজগরের নিশ্বাস
যেখানে প্রেমিকার অভিমানে জন্ম নেয় অবিশ্বাস
সেখানে রুদ্র জন্মায়।
.
যেখানে সময় শুধু কিছু বুর্জোয়া গণতন্ত্র
যেখানে দেশবাসী কিছু লাথি খাওয়া অসৎ মানুষ,
যেখানে স্বার্থ হিংস্রতার উর্ধে
যেখানে দেশ মানে ক্রমশ বিষিয়ে যাওয়া অসহায়তা
সেখানে রুদ্র জন্মায়।
.
একা একা লাগে তাই সময়ের ফিসফিস
যেখানে আফিম মানে ধর্ম বিষ ,উত্তাল সময়ের অধিকার।
শ্রমিকের মুখে রক্ত ,বুকে লেগে ছুরি
তখন রুদ্র জন্মায় ,
কিন্তু রুদ্র আবার মরতে থাকে দৈনন্দিন সিগারেটের ধোঁয়ায়
হেমলক পান করে প্রেম বুকের নিকোটিনে সময়।
সে যেন স্বপ্ন নতুন ভোর ,
কখন যেন ঘুমিয়ে যায় সময়ের গভীরতায় বাঁচাটুকু
শুধু স্মৃতি থেকে যায়।
.
আর প্রেমিকা চিঠি লেখে আকাশকে
" আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে, " ।
.
.... ঋষি
.
যেখানে আগুনে রক্ত পোড়ে
যেখানে সময়ের ঠোঁটে লেগে যায় রক্ত ,
যেখানে প্রেম জড়িয়ে যেন অজগরের নিশ্বাস
যেখানে প্রেমিকার অভিমানে জন্ম নেয় অবিশ্বাস
সেখানে রুদ্র জন্মায়।
.
যেখানে সময় শুধু কিছু বুর্জোয়া গণতন্ত্র
যেখানে দেশবাসী কিছু লাথি খাওয়া অসৎ মানুষ,
যেখানে স্বার্থ হিংস্রতার উর্ধে
যেখানে দেশ মানে ক্রমশ বিষিয়ে যাওয়া অসহায়তা
সেখানে রুদ্র জন্মায়।
.
একা একা লাগে তাই সময়ের ফিসফিস
যেখানে আফিম মানে ধর্ম বিষ ,উত্তাল সময়ের অধিকার।
শ্রমিকের মুখে রক্ত ,বুকে লেগে ছুরি
তখন রুদ্র জন্মায় ,
কিন্তু রুদ্র আবার মরতে থাকে দৈনন্দিন সিগারেটের ধোঁয়ায়
হেমলক পান করে প্রেম বুকের নিকোটিনে সময়।
সে যেন স্বপ্ন নতুন ভোর ,
কখন যেন ঘুমিয়ে যায় সময়ের গভীরতায় বাঁচাটুকু
শুধু স্মৃতি থেকে যায়।
.
আর প্রেমিকা চিঠি লেখে আকাশকে
" আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে, " ।
.
.... ঋষি
No comments:
Post a Comment