Saturday, April 20, 2019

রুদ্রকে উদ্দেশ্য করে

রুদ্রকে উদ্দেশ্য করে
.
যেখানে আগুনে রক্ত পোড়ে 
যেখানে সময়ের ঠোঁটে লেগে যায় রক্ত ,
যেখানে প্রেম জড়িয়ে যেন অজগরের নিশ্বাস
যেখানে প্রেমিকার অভিমানে জন্ম নেয় অবিশ্বাস
সেখানে রুদ্র জন্মায়।
.
যেখানে সময় শুধু  কিছু বুর্জোয়া গণতন্ত্র
যেখানে দেশবাসী কিছু লাথি খাওয়া অসৎ  মানুষ,
যেখানে স্বার্থ হিংস্রতার উর্ধে
যেখানে দেশ মানে ক্রমশ বিষিয়ে যাওয়া  অসহায়তা 
সেখানে রুদ্র জন্মায়।
.
একা একা লাগে তাই সময়ের ফিসফিস
যেখানে আফিম মানে ধর্ম বিষ ,উত্তাল সময়ের অধিকার।
শ্রমিকের মুখে রক্ত ,বুকে লেগে ছুরি
তখন রুদ্র জন্মায় ,
কিন্তু রুদ্র আবার মরতে থাকে দৈনন্দিন সিগারেটের ধোঁয়ায়
হেমলক পান করে প্রেম বুকের নিকোটিনে সময়।
সে যেন স্বপ্ন নতুন ভোর ,
কখন যেন ঘুমিয়ে যায় সময়ের  গভীরতায় বাঁচাটুকু
শুধু স্মৃতি থেকে যায়।
.
আর প্রেমিকা চিঠি লেখে আকাশকে
"  আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে, " ।
.
.... ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...