Thursday, April 18, 2019

ফসিল (২)


ফসিল (২)
..... ঋষি
=========================================
জলের আরো অনেক নীচে আরেকটা শহরতলি
মাছেরা নয়, মানুষ নয়,শুধু বাঁচার ইচ্ছাগুলো কিলবিল করছে।
অবিরত ডানাহীন পাখিরা
শিশ দিয়ে বুঝিয়ে দিচ্ছে হারানো আকাশের কথা।
আর আমাদের কথা
শতাব্দী প্রাচীন ফসিল হয়ে শুয়ে আছে ঘুমের দেশে।

কেন খুশি থাকি ?
প্রশ্ন করেছি বারংবার জলের তলায় ফসিল খুঁজতে খুঁজতে।
জংধরা কোনো আদিম নাবিকের ঠিকানায় দূর বন্দরে
নিজেকে পেয়েছি ,হয়তো আনন্দ।
আসলে আনন্দগুলো ফুরোতে থাকে রোজ ঘামে ভেজা শহরে
রোজনামচা ,পান্তাফুরোনোর কথা কাহিনী,
নতুন কিছু নয় এই শহরে।
এই শহরে সূর্য নিয়মিত ওঠে , ওঠে চাঁদ ও
কিন্তু আকাশ দেখতে পাই না।
দমবন্ধ লাগে ,দুহাত দিয়ে সাঁতার কাটি একটু নিঃশ্বাসের আশায়
কিন্তু আশা ফুরিয়ে যায় ,বাঁচা ফুরিয়ে যায়
গায়ের শেওলার বয়স তখন আদিম।

হঠাৎ ঘুম ভাঙে
আমি মোহনার কলকল আওয়াজ শুনতে পাই।
জলের ওপার থেকে কাদের  যেন হাততালি
সম্পর্ক সব।
আমি জলের তলায় বিশ্বাস খুঁজি ,খুঁজি নিশ্বাস
যদি মৃত্যুর পর আমাদের ফসিলে অন্য দিন।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...