Thursday, June 30, 2022

পৃথিবীর বুদ্ধিমান জীব

 


পৃথিবীর বুদ্ধিমান জীব

... ঋষি 


বন্যার জলে যারা ভাসছে ,শুনতে পাচ্ছেন তাদের  চিৎকার ,

বন্যার জলে গবাদি পশু ,পুকুরে মাছ ,কষ্টরা ভাসছে

শুনতে পাচ্ছেন , 

কি বলছে সুনামগঞ্জ  ,কি বলছে আসাম ,কি বলছে সিলেট ?

কি বলছে ওখানকার মানুষ ?

জল নেই ,খাবার নেই ,ছাদ নেই 

তবুও তো আছে রাষ্ট্র ,তবুও তো আছে রাষ্ট্র পিতারা  ,

তবুও তো তাদের আছে মিথ্যা বুলি 

তবুও তো আছে মানুষের কান্না। 

.

রোজকার খবর 

প্রতিবারে ঘটে ,শুধু দিন বদলায় ,বদলায়  সনদে রাজার রং 

কিন্তু মানুষের কান্না থামে না 

কিন্তু তবুও মানুষ মরে ,নিরীহ পশুদের সাথে

তবুও যুদ্ধ চলে 

তবুও তো ধর্মের নামে এই  শরমের দুনিয়ার চলচিত্র । 

.

 কি বলেন আপনারা , গর্বিত 

গর্বিত বটেই 

গর্বিত আমাদের রাষ্ট্রপিতারা যারা চিৎকার করছে শুধুমাত্র  মানুষের জন্য 

গর্বিত আমরা ,তাদের  হাজারো পতাকার রঙে আজ শুধু একটাই ছায়া -মৃত্যুর জন্য । 

গর্বিত এই রাষ্ট্র ,এই পৃথিবী

মানুষ বলে এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান জাতির জন্য 

গর্বিত আমরা ক্রমশ ২ জি ,৪ জি ,৫ জি ছাড়িয়ে ধ্বংসের  মুখোমুখি বলে , 

তাই না ?

আচ্ছা আপনাদের ভয় করে  না 

এই যে প্রতিদিন ক্রমশ দূষিত করছেন এই পৃথিবীকে আপনাদের জীবনযাত্রায় 

অযাচিত যুদ্ধ যুদ্ধ খেলে হারজিতের গল্প লিখছেন 

অযাচিত ভাবে ক্রমশ কাটছেন গাছ ,মেরে চলেছেন জঙ্গলের জীবদের ,

ভেবেছেন কখনো 

একদিন এই পৃথিবীতে যদি বদলা নেয় 

আজকে যে একে ফরিটিসেভেন আপনি পৃথিবীর দিকে তাক করে আছেন 

কাল যদি পৃথিবী হাজারো একে ফরিটিসেভেন নিয়ে আপনাকে তাক করে 

কি করবেন ?

.

সত্যি আপনাদের  লজ্জা করে না 


তাই না ,


আপনারা  নিজের হাতে নিজের ধর্ম ,নিজে সম্পর্ক ,নিজেকে হত্যা করেন 


হত্যা করেন  এই পৃথিবী থেকে ঈশ্বর শব্দটাকে  


এই পৃথিবীকে নির্মম ভাবে হত্যা করেন প্রতিমুহূর্তে 


তারপরও নিজেরা  চিৎকার করেন আপনারা  পৃথিবীর বুদ্ধিমান জীব।   


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...