Friday, October 10, 2014

RISHI026@GMAIL.COM

ভ -এর গুনগান
........... ঋষি

ভ এ ভগবান ,ভ এ ভূত ,তারপর ভবিষ্যত
আরো পরে ভালোবাসা।
অনেকটা সেই ডার্করুমে জমে থাকা ফিল্মে
ফুটে ওঠা কবিতা।

ভগবান তুমি নেমে এসো সমুদ্র স্মৃত্মির মাঝারে
আরেকটু পরে হয়তো বা মৃত্যুর পরে।
তুমি আমি সব ভূত হয়তো ভবিষ্যত তোমার কল্যানে
উদ্যত কোনো অধিকারে ভালোবাসা ছোলা খায়।
কাঠবেড়ালির মত দৌড়ে বেড়ায়
শুরু থেকে শেষ আমৃত্যু গোপন কবিতায়।
গোপন কোনো হিসেবের বাইরে
ভগবান তুমি ভূত ,অদ্ভূত অস্তিত্ব।
সমুদ্রের পাড়ে চোরা বালি ডুবে যায়
ভবিষ্যত কল্পনায় বাঁচার মতো কোনো জীবনে
নোনা জল ,নোনা সময় ধরে
বর্ণমালার ভ - বিবেকের পাড়ে।

ভ এ ভগবান ,ভ এ ভূত ,তারপর ভবিষ্যত
আরো পরে ভালোবাসা।
ভ - এর সহস্র বর্ণ ছটায় ছড়িয়ে পরে
অস্তিত্ব চুঁয়ে চুঁয়ে বৃষ্টির জলে দৈনন্দিন কবিতায়।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...