Saturday, October 11, 2014

RISHI026@GMAIL.COM

বন্দী জননী
................... ঋষি

চাওয়া পাওয়ার হিসেবের বাইরে তারা আছেন
বলছেন ভালো আছি ,আমরাও আছি,
একটু আলাদা।
বদলানো পৃথিবীর ঘ্রাণে ভিন্ন সুরের একতারা
আমরা বলি
শৃঙ্খলা যখন শিকল হয়ে যায়,
বেঁচে থাকা তখন মৃত্যু হয়ে যায়।

কপালে সিঁদুর,লাল পাড়ে গরদ ,শাঁখাপলা ,কপালে টিপ
বেশ এতটুকু ,সাজানো সভ্যতার সাজানো মুখ।
কাঁদানো সভ্যতার লুকোনো দুঃখ
বেশ এতটুকু চাওয়া ,আর সাজানো নিজেকে পাওয়া।
তার বেশি কিছু নেই ,আসলে থাকতে নেই
সে যে কলঙ্ক ,সে যে অসামাজিকতা ,সে যে বর্বরতার নামান্তর ,
হায় জীবন পুরুষ শাসিত সমাজে পৌরুষের ভাবান্তর।
ঠিক এমনি কোনো দিনে চোখের জল
কিন্তু মুক্তি ,কিন্তু জীবন ,কিন্তু দর্পণ
সবটাই হাঁড়ি কাঠে রাখা জীবন।

ঠিক এমনি চাওয়া ,পাওয়ার বাইরে তারা আছেন
সাজিয়ে হাসি জন্ম থেকে বলি প্রদত্ত গৃহকোণে।
একটু অগোচরে
বদলানো পৃথিবীর সময়ের তারিখে  আমার আছি
আমরা বলি ,
শৃঙ্খলা মানুষের সাজ ,মানুষের গর্ব
কিন্তু নারী তুমি জন্মদাত্রী বন্দী জননী। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...