Sunday, October 19, 2014

rishi026@gmail.com

ওরা ,আমরা
.......... ঋষি

জীবনে জ্বলন্ত নলোকগুলো আটকানো
মহাকালের গায়ে।
সারা শরীর জুড়ে ,ঠোঁটে ,নাকে ,জিভে ,থুতনিতে
বুকে কোথাও বাদ নেই ,সব কাঁটা।
পায়ে ঘুঙুর পরে ন্যাংটো শরীর ফুটপাথে
ওরা বেঁচে আছে ,ওরা বেঁচে আছে।
ঠিক যেমন বেঁচে থাকা জীবন রাত্রের অন্ধকারে
দেওয়াল ধরে ,যৌন বৃত্তি ,খিদে জীবনের।

দুহাতের ফাঁকে তালি ,হাততালি আমাদের
সুস্থ ,স্বাবাভিক ,বেঁচে থাকা।
ওদেরটা  ঘুঙুরের নাচ ,অশ্লীল শরীরে অশ্লীল প্রদর্শন
ওরা জীবনের বাইরে আমাদের রোজকার।
ওরা সভ্যতার বাইরে অসভ্য
অন্য জাত ,নেহাত বেজাত তবুও আশীর্বাদ
প্রতি জন্মের পরে ,প্রতি  ঘরে অন্তত একবার
তাদের আগমন বিনিময় জীবন।

জীবনের জ্বলন্ত চাহনিতে ওরা মিনা ,কিংবা লতিকা
ক্লিন শেভ দাড়ি ,লোমশ হাত ,আর উন্নত বুক।
আরেকটু নামি নিচে ,আরেকটু স্বভাবে ,আরেকটু চাহনিতে
ইশ সমস্ত হিসেবের বাইরে ওরা আমরা নই।
কিন্তু ওদেরও আছে  বাঁচার অধিকার
আমাদের সাজানো সভ্যতার শরীরের নোলকে ,
ওরাও যে জীবন্ত প্রাণ ,মহাকাল
ওরাও মানুষ একটু আলাদা ,অথচ জীবন্ত।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...