Friday, October 10, 2014

RISHI026@GMAIL.COM

ইচ্ছার সাথে
................ ঋষি

ইচ্ছা শব্দের অর্থটা অনেক বড়
সবটা তো ইচ্ছা নয়।
দুচারটে জীবন ঝরে পরা গাছের পাতায় ঋতুর সাথে
দুচারটে সম্পর্ক্য জন্ম নেয় হৃদয় মাটিতে ইচ্ছের সাথে।
এমনি হয় বারংবার জীবনের সাথে
সবটা তো আর ইচ্ছা নয়।

তবু জানো ইচ্ছে হয়
বেঁচে থাকতে আকাশ হৃদয়ে  হাজারো নক্ষত্রের মাঝে।
দুচারটে নক্ষত্র খসে পরে দৈনন্দিন
চোখের মাটিতে নোনা জল ,নোনা অর্থ ,নোনা জীবন।
তবুও জানো বাঁচতে ইচ্ছে হয়
আরেকবার ইচ্ছের সাথে ,ইচ্ছে মতো।
এই জীবনে একবার হাসতে ইচ্ছে হয় পাগলের মত
হাজার নক্ষত্র মাঝে অন্ধকার আকাশে।

ইচ্ছে শব্দের অর্থটা অনেক বড়
তরতরে নদী বয়ে যায় হৃদয় গভীরে অসংখ্য শাখায়।
রক্তপাত,বৃষ্টিপাত,মেঘলা বেলা ,একটা জীবন
অন্ধকার থেকে আলো ,কে এলো ,পথ দেখালো।
প্রশ্ন এটা নয় ,প্রশ্ন এটা
বেঁচে থাকার ইচ্ছা সময়ের সাথে।
   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...