Friday, October 31, 2014

RISHI026@GMAIL.COM

সিনেমা চলছে
............ ঋষি

অসংখ্য ঝলমলে আভরণে
সেজে উঠতে থাকে একের পর এক দৃশ্য
দৃশ্য আড়ালে তারা যে অদৃশ্য থেকে যায়।

খাপছাড়া  সভ্যতার চাবুকে বিনোদন ফুটে ওঠে
লাইট,ক্যামেরা,আক্সনে।
তারপর অন্ধকারে জড়াজড়ি করে অনভূতি সাজানো দর্পনে
কতজন মুহুর্তে মরে যায় ,কতজন মরে গিয়ে ফিরে আসে।
কতকিছু অজানা থেকে যায় পর্দার পিছনে
তারা যে অদৃশ্য।

লাল চোখে কবিতারা ডানা মেলে অদৃশ্য ব্যাক স্ক্রিনে
শব্দের মিছিলে রোমান্টিক সিগারেটের ধোঁয়ায়।
লালিত্যের ছেলেবেলা ,প্রেমিকার চিত্কারে,মৃত্যুর মিছিলে
অনুভূতি ছেলে খেলা করা পরিচালকের হাতে।
কত জন অজানা থেকে যায়,কিছু তো অধরা থেকে যায়
তবু হিট ,সিনেমা চলছে।

অসংখ্য ঝলমলে অনুভবে
রাশি ,রাশি অস্তিত্বের স্পন্দন পর্দার পিছনে
আমরা দর্শক অনুভবের আলোরণে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...