Thursday, October 16, 2014

RISHI026@GMAIL.COM

তথাস্তু তোকে
......... ঋষি

তথাস্তু বলার সাথে সাথে
আমার শরীর মিশে গেল শরীরে।
অনেকটা অন্ধকার পথ হাঁটার পর
প্রথম আলো।
বিশ্বস্ত সুত্রে প্রকাশ প্রেম অর্বাচীন জীবনে
কোনো কবিতার নাম।

অনেকটা  দূরদর্শনের পুরনো মুহূর্ত
কয়েকশো সামুদ্রিক জীব বায়নাকুলারের ভিউতে।
এমন ভাবি আমি জীবন সমুদ্রে
ওটা তিমি ,ওটা স্টারফিস,ওটা হাঙ্গর ,পাগল ওটা জীবন।
হাবুডুবু খায় ভেসে বেড়ায় মিলন সমুদ্রে
এক বিশাল মেলা।
হারিয়ে যায় ছোটো বেলা ,ছোটো ছোটো স্বপ্ন
ছোটো দিন কমে যায় জীবন ,
একদিন ,দুদিন ,শেষদিন।

তথাস্তু আবার তোকে, তোর সাথে
ছোটো থেকে বড় ,মাঝখানে মিশে থাকা মুহূর্ত।
অনেকগুলো দাগ লেগে থাকে শাড়িতে
তোর ঋতুর লাল রং জীবনের গায়ে।
আর প্রেম থেকে শরীর
ক্ষুদ্র আলো ,আজকের বিশেষ খবর
পাড় ভাঙছে জীবন সমুদ্রে।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...