Saturday, October 25, 2014

অবাঞ্চিত সময়

অবাঞ্চিত সময়
............ ঋষি

আলোর আবডালে ক্ষয়ে যাওয়া মুহূর্তরা
বাঁচতে চায়।
মাঝে মাঝে অদ্ভুতুরে প্রশ্নরা ঘিরে ধরে
কি রে কি করছিস তুই।
কিংবা কি রে কি পরেছিস শাড়ি
আসলে প্রশ্নরা যে স্পর্শ চায়।
দু এক মুহুর্তে অবহেলায় হাসতে থাকে
জীবন্ত কল্পনায়।

মৃত্যুর শেষ প্রহরে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল
অবাঞ্চিত রিংটোন ধরা পরে কসমিক সভ্যতা।
তোর হাতের চুরিতে কিংবা চোখের পাতায়
নেশার ঘুম জড়িয়ে ধরে।
সভ্যতা এগিয়ে যায় জন্মের পোশাকে, আমরা
আমাদের এই নগ্ন সভ্যতায়।
কিন্তু ভাবতে ভালো লাগে নিজেকে এদের মাঝে
সাজানো রঙ্গমঞ্চে নাটকের ভূমিকায়।
তোর কথায় ,আমার কথা ছুঁয়ে
দু এক মুহুর্তের সভ্যতার দর্পণ।

আলোর আবডালে ঝড়ে পরে অসংলগ্ন সময়
বিবস্ত্র সময়ের দরজায় আমি ,তুই।
কিছুটা অহংকারী ,কিছুটা হৃদয়চিত উপকথায়
পাশাপাশি হেঁটে যাওয়া সময়ের
নগ্ন তলোয়ার ,নগ্ন যন্ত্রণা ,নগ্ন রক্ত।
আমরা এই পৃথিবিত জীবিত ও মৃত,
কোনো অসম্পূর্ণ মুহুর্তের চিলেকোঠায়
সোনালী রৌদ্র।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...