Thursday, October 16, 2014

RISHI026@GMAIL.COM

কি রে জীবন
........... ঋষি

কি রে জীবন
আয় একবার  মৃত্যু ছুঁয়ে দেখি।
প্লিস একবার জীবনের ওপারে তোকে ঘেটে দেখি
আকাশের চাঁদের মলিন মুখ।
দুচার মুহুর্তের এই জীবন মুহূর্তরা চলে যায়
ঠিক কোনো শান্ত নদী
আয় জীবন একবার মৃত্যু ছুঁয়ে দেখি।

জানিস জীবন আজকাল একটু ক্লান্ত আমি
পথচলায় অজস্র রৌদ্র হৃদয় পোড়া।
ঠিক তন্দুরি চিকেন জ্যান্ত গ্রিলে
তারপর নুন ,লঙ্কা ,দুচার ফোঁটা প্রেম
আমায় ঘিরে।
নৃত্য করে মস্তিষ্কের ভিতরে চাওয়া
সম্পূর্ণ পাওয়া কোনো অন্য পৃথিবী।
ঘুমের ঘরে তোর ঠোঁটে মধু
আর চোখের আগুনে তেতো ঠোঁট
তোর জীবন আমার কাছে।

কি রে জীবন
ক্লান্ত তুই ও মৃত্যুমুখী।
একবার চল মৃত্যুটাকে ছুঁয়ে দেখি
প্লিস একবার।
তারপর আমি তুই পাশাপাশি হাত ধরে
জোত্স্না বেয়ে স্বপ্ন জীবন
একবার কখনো আমার সাথে। 

No comments:

Post a Comment

মানুষ ফুরোয়

অনবদ্যতা আহরণ করে চলেছি  করে চলেছি নিজের ভিতর নিজেকেই ঘৃণা ক্রমশ  সারা পৃথিবী চায়ের কাপের অপেক্ষা করে  তখন আমার কফি কাপে আমি একা  এ যেন স্মর...